AUXILIARY VERB
Auxiliary Verbs Tense, Voice ও Mood এর রূপ গঠনের জন্য Principal Verb কে সহয়তা করে।
সাধারণত ২ প্রকার :
1 Primary Auxiliary /Tense Auxiliaries:
Main Verb হিসাবে Use হয় আবার সাহায্যকারী হিসাবে Use হয় (যে Verb গুলোকে বাক্যে Helping verb এবং কখনো কখনো main verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries/Tense Auxiliaries বলে।)
Base form |
V1/ present form |
V2/ past form |
V3/ past participle |
Ing form |
comments |
Be |
Am, is, are |
Was ,were |
been |
being |
Be verb ছাড়া continuous হয় না। |
Have |
Have ,has |
Had |
Had |
Having |
Have ছাড়া perfect হয় না। |
Do |
Do,does |
Did |
Done |
Doing |
Do verb ,negative interrogative করতে সাহায্য করে। |
2 Modal Auxiliary: ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বুঝানোর জন্য যে Auxiliaries ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliaries বলে।